Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরের পোল্ট্রি ব্যবসায়ী খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জের শাহজাদপুরের জোতপাড়ায় দবির হোসেন মোল্লা (৬২) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার (৮ জুলাই) দুপুরে হুরাসাগর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের গলায় ফাঁসের ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভাতিজা ইসহাক জানান, রবিবার (৭ জুলাই) রাতে জামিরতা বাজার থেকে বাড়ি ফেরার পথে তার চাচা নিখোঁজ হন। পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এটা স্পষ্টত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview