সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শামিম রেজা(২৪) নামে চৌহালী সরকারী কলেজের বি এ ২য় বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই ) বিকালে নাগরপুরের মিরকুটিয়া গ্রামে পুকুরে বিদ্যুতের লাইন দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম রেজা উত্তর খাষকাউলিয়া (আজিমুদ্দিন মোড়)গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে। যমুনা নদীতে বাড়ি ভাঙ্গার পর তারা বর্তমানে নাগরপুর উপজেলার মিরকুটিয়া গ্রামে ঘর-বাড়ি উঠিয়ে বসবাস করছে ৷
নিহতের বোন সুবিতা জানায়, রাতে পুকুর থেকে মাছ চুরি করে দেখে পুকুরে একটি লাইট দিতে যায় আমার ভাই ৷ বিদ্যুতের তারের সাথে আটকে গেলে আমার মা ওকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিলে সেও তারের সাথে আটকে যায় আমি দৌড়ে গিয়ে মেইন সুইচ অফ করে দেই এতে আমার মা বাঁচলেও ভাইকে বাঁচাতে পারলামনা ৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷