Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যা

নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোরের সিংড়ায় প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় আম্বিয়া খাতুন সুইটি (১৮) নামে এক প্রেমিকা আত্মহত্যা করেছে।

রবিবার (৭ জুলাই) রাত ১০ টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সুইটি ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

সে উপজেলার পুঠিমারী গ্রামের আমিনুল হকের মেয়ে। সোমবার (৮ জুলাই) সকালে সুইটির বাবা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে সুইটির ঝুলন্ত লাশ দেখতে পায়।

জানা যায়, প্রতিবেশী করিমের পুত্র হুসাইনের সাথে সুইটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি দু’জন বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ছেলের পরিবার বিষয়টি মেনে না নেয়ায় বিয়ে হয়নি। সুইটি বারবার চাপ দিয়েও তার প্রেমিক হুসাইনকে বিয়েতে রাজি করাতে পারেনি। এ নিয়ে দু’জনের মধ্য মনোমালিন্য চলছিলো। যার জের ধরেই সুইটি আত্মহত্যা করেছে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি। কিন্তু এখনো কোন প্রকার লিখিত আভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview