কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের বউয়ের ধাক্কায় শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কল্যাণপুর বটতলা শ্মশানঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবজান খাতুন (৬২) ওই এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের স্ত্রী।
এ ঘটনায় গৃহবধূ ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ। তারা হলো- প্রবাসী মটু বিশ্বাসের স্ত্রী রিনা খাতুন (৩২), তার পালিত ছেলে সজিব (২২) ও নিজের ছেলে সজল (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবজন খাতুন তার মালয়েশিয়া প্রবাসী ছেলে মটু বিশ্বাসের স্ত্রী রিনা খাতুন এবং তার দুই ছেলেকে নিয়ে এক সাথে বসবাস করতেন। পারিবারিক বিরোধ নিয়ে মাঝে মধ্যেই ছেলের বউ রিনার সাথে শাশুড়ি রবজানের ঝগড়া হতো। সকালে শাশুড়ি ও ছেলের বউয়ের ঝগড়া হলে একপর্যায়ে রিনা ক্ষুব্ধ হয়ে শাশুড়ি রবজানকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূ রিনাসহ তার দুই ছেলেকে আটক করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
দৌলতপুর থানার ওসি আজম খান বলেন, ‘মৃত্যুর বিষয়টি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।’