Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিচারের আগেই ওরা আমাকে ফাঁসি দিয়ে দিল: মিন্নি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview


গত ২৬ জুন সকালে স্ত্রী মিন্নির সামনেই রিফাত শরীফকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায় হামলাকারী। এর একটি ভিডিও ভাইরাল হলে আলোড়ন সৃষ্টি হয়। ওই ভিডিওতে দেখা যায়, ঘাতকদের হামলা থেকে স্বামীকে বাঁচাতে মিন্নি প্রাণপণ চেষ্টা করছেন। একজনকে ঠেলে সরিয়ে দিলে আরেকজন এসে রিফাতকে কোপাচ্ছে। তিনি স্বামীকে বাঁচাতে বারবার চিৎকার করছেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি।

রিফাত খুনের পর মিন্নির পরিবারের নিরাপত্তায় বরগুনা শহরের পুলিশ লাইন এলাকায় তাঁর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি গত শুক্রবার থেকে তাঁর বাসার পেছনে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ এ পদক্ষেপ নেওয়ার পর মিন্নি নিরাপদে রয়েছেন। তবে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে।

এদিকে ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও শুধু মিন্নি নন, তাঁর পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। অপপ্রচারের ভয়ে পরিবারের কোনো সদস্যই ঘরের বাইরে যেতে পারছে না। অপপ্রচার এমন পর্যায়ে পৌঁছেছে যে বাইরে বের হলে তারা হামলারও শিকার হতে পারে—এমন আশঙ্কার কারণে মিন্নির ভাই-বোন স্কুলেও যাচ্ছে না।

রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার পর অন্তত চার দিন এই প্রতিবেদক মিন্নির বাসায় গিয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। মাস দুয়েক আগে রিফাতের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর সামনেই স্বামীকে কোপানো হয়েছিল। স্বামীকে হারিয়েছেন। এই দুটি ঘটনার সঙ্গে অপপ্রচারের বিষয়টি যুক্ত হওয়ায় মিন্নি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ প্রতিবেদকের সঙ্গে যখন মিন্নির কথা হচ্ছিল, তখন তিনি বলার ভাষার হারিয়ে ফেলেছিলেন। প্রশ্ন করলে কখনো অন্যমনস্ক থাকছিলেন। আবার কখনো কখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছিলেন। মিন্নির চোখে-মুখে বিষাদের ছায়া। মাঝে মাঝেই বিড়বিড় করে বলছিলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ওরা মেরে ফেলল। আমাকেও ওরা বাঁচতে দেবে না। যেভাবে আমার বিরুদ্ধে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, তাতে করে আমাকেও ওরা মৃত্যুর দিকে ঠেলে দেবে। এক দিকে স্বামী হারানোর কষ্ট, আরেক দিকে অপপ্রচার, এর থেকে আমার মৃত্যুই ভালো। কারণ বিচারের আগেই ওরা আমাকে ফাঁসি দিয়ে দিল।’

অপরদিকে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার পর তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ইঙ্গিত করে বরগুনার সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও আওয়ামী লীগ নেতা সুনাম দেবনাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে তিনি বলেছিলেন, ‘বিভিন্ন খবর ও মিডিয়াতে যাকে এখন হিরো বানানো হচ্ছে মূল ভিলেন সে নিজেও হতে পারে, রিফাত শরীফের বন্ধুদের থেকে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে এটাই বোঝা যায়।’

সুনামের এমন পোস্ট দেওয়ার পর বখাটেরা মিন্নির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার যুদ্ধে নেমে পড়েছে।

যদিও এমপিপুত্রের সেই পোস্ট নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি আপত্তিকর অংশ মুছে ফেলেছেন। এমনকি এমপিপুত্র নতুন করে স্ট্যাটাস দিয়ে মিন্নির পক্ষে সাফাইও গেয়েছেন। তাই বলে বখাটেরা দমে যায়নি। তাদের অপপ্রচার যুদ্ধে স্বামী হারা মিন্নি এখন অনেকটাই বাকরুদ্ধ। নিজের ঘরেই অবরুদ্ধ তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ বলেন, ‘রিফাত খুনের ঘটনায় আমি খুবই মর্মাহত। সেই আবেগ থেকে অনেক স্ট্যাটাস দিয়েছি। ৩০ জুন যে স্ট্যাটাসটি দিয়েছিলাম, তার একটি অংশ কিভাবে যেন ডিলেট হয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘অপপ্রচার নিয়ে মিন্নির একটি নিউজও আমি শেয়ার করেছি।’

Bootstrap Image Preview