Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোরআনের হাফেজকে অপহরণের চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেনীর দাগনভূঞার আশ্ররাফুল উলুম মাদরাসার শিক্ষার্থী মুহাননাদ (১১) নামে কোরআনে হাফেজকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাগনভূঞার আশ্রাফুল উলুম মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী মুহাননাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের মাওলানা শামছুল হক বাড়ির ওরফে মাল বাড়ির ওমর ফারুকের ছেলে এবং আশ্রাফুল উলুম মাদ্রাসার হাফেজী বিভাগের ছাত্র।

ভুক্তভোগীর ফুফু ফাতেমা বেগম ফোনে জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত অন্ধকারে আমার ভাতিজার চোখ বেঁধে, মুখ চেপে ধরে, তার হাত ও পায়ের রগ কেটে দেয়।

ওই সময় তার চিৎকারে স্থানীয়া এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরিবার সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কোন থানায় লিখিত অভিযোগ করেননি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার শওকত আল ইমরান ইমরোজ বলেন, হামলার শিকার শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview