ফরিদপুরের সালথায় রবিউল খান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে পুটিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
রবিউল উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের ছিদ্দিক খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সালথা থানার তদন্ত অফিসার মোঃ রাকিবুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম পুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল খানকে আটক করে।
এসময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সালথা থানার তদন্ত অফিসার মোঃ রাকিবুজ্জামান বলেন, ইয়াবাসহ আটককৃত রবিউল খানকে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।