Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে ২৮ স্বর্ণবারসহ চীনা নাগরিক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮টি স্বর্ণবারসহ শিয়ান ঝু নামে চীনের এক নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার সকালে তাকে আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে ইকে-৫৮২ বিমানে আগত যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে এমন খবরের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে।

এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়।তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

তার ল্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। ল্যাগেজে রক্ষিত তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ২৮টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৩ কেজি ২৫০ গ্রাম ।

জব্দকৃত স্বর্ণবারের মূল্য ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা (প্রায়)। জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview