Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলেজছাত্রীর নগ্ন ছবি তুলে ‘ভয়ঙ্কর’ বান্ধবী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের এক কলেজছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বান্ধবী রিনি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগীর বাবা এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় রিনি খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিনি খাতুন সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আব্দুর রকিবের মেয়ে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এর অংশ হিসেবে ওই ছাত্রীকে দেখতে আসে পাত্রপক্ষ। ওই দিন বান্ধবীকে সাজসজ্জায় সহযোগিতা করার সময় কৌশলে তার নগ্ন ছবি মোবাইলে ধারণ করে অভিযুক্ত রিনি খাতুন। পরবর্তীতে সেই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফায় ভুক্তভোগীর নিকট থেকে টাকা আদায় করে রিনি। তবে, এরপরও মোটা অংকের টাকা দাবি করে রিনি। ওই টাকা দিতে ব্যর্থ হলে ছবিগুলো ফেসবুকে পোস্ট করে সে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ায় আত্মহত্যার চেষ্টা চালায় ওই শিক্ষার্থী। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পরে ভুক্তভোগীর বাবা সব জানতে পেরে রিনির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, বান্ধবীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করছিল অভিযুক্ত রিনি খাতুন। এক পর্যায়ে মোটা অংকের টাকা দাবি করে সে। সেটা দিতে ব্যর্থ হলে বান্ধবীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় সে। শুক্রবার এ ঘটনায় সদর থানায় রিনি খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। এর প্রেক্ষিতে রিনি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Bootstrap Image Preview