পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে এবার বডিগার্ডের সাথে পরকীয়ার অভিযোগ তুললেন দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।
দ্য নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই শাসক তার পালিয়ে যাওয়া বউয়ের বিরুদ্ধে (স্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত নিরাপত্তারক্ষী) বডিগার্ডের সাথে অন্তরঙ্গ সম্পর্কের অভিযোগ তুলেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রিন্সেস হায়াকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জনসম্মুখে দেখা যাচ্ছিলো না। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো চালু নেই। যেখানে তিনি প্রতিনিয়ত দাতব্য কাজের ছবি পোস্ট করতেন।
মধ্যপ্রাচ্যের একটি সূত্রে জানা যায়, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইনের ব্যক্তিগত বডিগার্ডের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে অনেক বিরক্ত ছিলেন।
দ্য টাইমসের খবরে বলা হয়েছে, তার স্ত্রীর নিরাপত্তার জন্য যে বডিগার্ড ছিলেন তিনি সাবেক এক ব্রিটিশ সেনা কর্মকর্তা। তবে ওই সেনা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। দুবাই প্রশাসনের পক্ষ থেকে প্রিন্সেস হায়ার জন্য ব্রিটিশ বডিগার্ড নিয়োগ দেয়া হয়েছিল।
সূত্রের দাবি, কয়েক মাস আগে থেকে প্রিন্সেস হায়া বিন্তে তার স্বামীকে ছেড়ে পালানোর পরিকল্পনা করছিলেন।
আরব মিডিয়া বলছে, জার্মান কূটনৈতিক প্রিন্সেস হায়াকে দুবাই থেকে পালাতে সাহায্য করেছে।
তবে সর্বশেষ জানা যায়, প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন বর্তমানে লন্ডনে লুকিয়ে আছেন এবং তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাওয়ার কারণে জীবন হারানোর আতঙ্কে আছেন।