ভারতের পশ্চিমবঙ্গে 'জয় শ্রী রাম' বলায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রানা বেলিয়াঘাটায় ওই ঘটনা ঘটেছে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজেন্দ্র পুরকাইত।
বিজেপির অভিযোগ, তাদের কর্মী রাজেন্দ্র পুরকাইত ও তাঁর স্ত্রী শম্পা পুরকাইত বাগানে কাজ করছিলেন। সে সময়ই দম্পতির উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাজেন্দ্র পুরকাইতকে বেধড়ক মারধর করা হয়। মারধরের পর রাজেন্দ্র পুরকাইতের মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ।
এদিকে, এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।