চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকালে চুয়াডাঙ্গা-পোড়াদহ ট্রেন রুটের মোমিনপুর স্টেশনের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুকুর আলী সদর উপজেলার মাজহাদ গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।
নিহতের ছেলে আসিফ জানান, পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে তার বাবা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বাড়িতেও ঠিকমতো রাত্রী যাপন করতেন না। সকালে গ্রামের লোকজনের কাছে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যুর খবর পান।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, সকালে ট্রেনে কাটা পড়া আলীর মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।