Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দৌড়ে ছিনতাইকারীকে একাই ঘুষি মেরে ধরলেন বিশ্ববিদ্যালয়ছাত্রী খুশী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির আইন বিভাগের ছাত্রী রাহি খুশী। একা লড়াই করে পরাস্ত করেছেন ছিনতাইকারীকে। গত বুধবার রাত ৯টায় তারাবনিয়ারছড়া চকরিয়া ষ্টিলের পাশের রোডে ।

রাহি খুশী জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি ব্যক্তিগত কাজে এক বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তার মাথায় ছিনতাইকারী লাঠির আঘাত করে মাটিতে ফেলে দেয়। তার হাত থেকে মোবাইল আর ব্যাগ নিয়ে পালাতে চেষ্টা করে।

তিনি জানান, মোবাইল আর ব্যাগ নিয়ে পালানোর সময় রাহি খুশী ছিনতাইকারীকে দৌড়ে ধরে ফেলেন। ছিনতাইকারী তাকে বুকে-মুখে ঘুষি মারে। তিনিও পাল্টা ঘুষি মারেন। ছিনতাইকারীকে পরাস্ত করে খুশী চিৎকার শুরু করেন।

তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ছিনতাইকারীকে আটক করে। খুশী ছিনতাইকারীর ছবিও তুলে রাখে। কিন্তু জটলার ভেতর থেকে ছিনতাইকারী পালাতে সক্ষম হয়।

খুশী বর্তমানে কক্সবাজারের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ছিনতাইকারীকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

Bootstrap Image Preview