Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত, প্রাথমিক শিক্ষক কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৮:০৭ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview


চাঁদপুরের শাহরাস্তিতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় যৌন নিপীড়নের অভিযোগে ওমর ফারুক (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষককে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার (১ জুলাই) শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারের ইয়াসিন মার্কেটে এ ঘটনা ঘটে। গ্রেফতার ওমর ফারুক রায়শ্রী দক্ষিণ ইউপির শিবপুর গ্রামের হাজি বাড়ির নেছার আহমেদের ছেলে এবং চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ওই ছাত্রীর মা তার নানার বাড়ি ও বাবা জীবিকার প্রয়োজনে সিএনজিচালিত অটোরিকশা চালাতে যান। মেয়েটি প্রতিদিনের মতো তার বিদ্যালয়ের পড়া শেষ করে শিক্ষক ওমর ফারুকের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক ওমর ফারুক তার সঙ্গে থাকা চার বান্ধবীকে ছুটি দিয়ে তাকে থাকতে বলেন। মেয়েটি শিক্ষকের কথা মতো থেকে যায়। পরে সবার অনুপস্থিতি নিশ্চিত হয়ে শিক্ষক ওমর ফারুক মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে যৌন নির্যাতন করেন।

পরদিন বিদ্যালয়ে গিয়ে মেয়েটি তার দুই বান্ধবীকে বিষয়টি খুলে বললে তারা তার বাবাকে জানায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview