গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবাগত জেলা প্রশাসক শাহিদা সুলতানা এর সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস সর্দ্দার, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কৃষি কর্মকর্তা জামালউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়, ৫ ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ প্রমূখ।
মত বিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক শাহিদা সুলতানা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পেশার মানুষের সাথে পরিচিত হন এবং তাকে তারা ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান।।