Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে এবার র‌্যাপ কনসার্ট, গাইবেন যৌনতা সমৃদ্ধ শিল্পী নিকি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক পরিবর্তন নিয়ে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নারীদের অগ্রাধিকার দিয়ে নজিরবিহীন আইন পাশ করিয়েছেন তিনি। এবার সেখানে আয়োজন করা হচ্ছে মার্কিন র‌্যাপ শিল্পীর কনসার্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আগামী ১৮ জুলাই কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে গান গাইবেন বিতর্কিত শিল্পী নিকি মিনাজ। জেদ্দা ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল ২০১৯ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণা করা হয়।

তবে কনসার্টটি উপভোগ করতে হলে নারীদের আবশ্যই পরিধান করতে হবে আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক)। নিকি মিনাজের জন্য কোন ড্রেস কোড না থাকলেও সৌদি নারীদের অবশ্যই শালীন হয়ে আসতে হবে। আর এতেই চটেছেন সৌদি নারীদের একটা অংশ। তারা জানান, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। আর সেখানে উপস্থিত সৌদি নারীদের আবায়া পরতে বলা হয়েছে।

আয়োজকরা কনসার্টটিতে মদ পানও নিষিদ্ধ করেছেন। এমনকি ১৬ বছরের নিচের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

যৌনতা সমৃদ্ধ সঙ্গীত ও তা পরিবেশনে নিজের অশ্লীল অঙ্গভঙ্গির জন্য বিখ্যাত ৩৬ বছর বয়সী এই গায়িকা।

Bootstrap Image Preview