নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধর ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে মাহফুজ (২৮) নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বরপা এলাকায় ঘটে এ ঘটনা।
গ্রেপ্তারকৃত ট্রাক চালক মাহফুজ বরপা পশ্চিমপাড়া এলাকার সাইজুদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এসময় একটি ট্রাক সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ট্রাফিক পুলিশের কনস্টেবল ফয়সাল আহাম্মেদ ট্রাকটি সরিয়ে নিয়ে যেতে বলেন চালক মাহফুজকে। ট্রাক চালক মাহফুজ ট্রাক না সরিয়ে ফয়সালকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাদের দুই জনের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের কনস্টেবল ফয়সালকে মারধর করে ট্রাক চালক মাহফুজ। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ট্রাক চালক মাহফুজকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে আহত কনস্টেবল ফয়সাল বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।