Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানি জাহাজ আটকে রেখে সৌদির বিপুল অংকের অর্থ দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী জাহাজকে পণবন্দী করে রেখেছে সৌদি আরব। জাহাজ আটকে রেখে দেশটি এখন ইরানের কাছে বিপুল অংকের অর্থ দাবি করছে।

গত ২ মে সৌদি আরব ঘোষণা করে যে, সৌদি উপকূল রক্ষীরা লোহিত সাগরের জেদ্দা বন্দরের কাছ থেকে হ্যাপিনেস-১ নামে ইরানের বিপদাপন্ন একটি তেল ট্যাংকার উদ্ধার করে। এ সময় জাহাজে ২৬ জন আরোহী ছিলেন। জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। জাহাজটি ঠিক করার দুই মাস পরেও সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে বন্দর থেকে যেতে দিচ্ছে না। পাশাপাশি জাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন দুই লাখ ডলার অর্থ দাবি করছে।  

ইরানি সংসদ সদস্য জালাল মিরজায়ি গতকাল (বুধবার) জানান, প্রথম দিকে সৌদি সরকার ভালো আচরণ করে এবং জাহাজ ঠিক করার কাজে সহযোগিতা দেয়।  কিন্তু কয়েক সপ্তাহ পর কোনো রকমের সাহায্য করতে অস্বীকার করে।

ইরানের জাাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সহকারী সভাপতি মোহাম্মাদ জাওয়াদ জামিল নোবান্দেগানি মনে করছেন, সৌদি সরকার জাহাজটিকে পণবন্দী করেছে। ইয়েমেনে সৌদি আরব যে বিরাট ক্ষতির মুখে পড়েছে তার প্রতিশোধ নিতে তারা ইরানি জাহাজ আটকে রেখেছে। তিনি বলেন, এটি একটি শিশুসুলভ আচরণ ও শেষ পর্যন্ত সৌদি সরকারের ক্ষতি হবে।

Bootstrap Image Preview