গোপালগঞ্জের কোটালীপাড়ার আলিখাপাড়া গ্রাম থেকে ১৬টি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী কালুসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। কোটালীপাড়া থানার ওসি মো জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্ত:জেলা মাদক সম্রাট কালু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আদালতের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কালু তার নিজ গ্রামের বাড়ি কোটালীপাড়া আলিখা গ্রামে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে জরুরিভাবে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় কালুসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত আরও একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়।