Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের মোট মজুদ খনিজের ৭ শতাংশের মালিক ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


বিশ্বের মোট মজুদ খনিজের সাত শতাংশের মালিক ইসলামি প্রজাতন্ত্র ইরান। বর্তমানে দেশটি ৪০টির অধিক দেশে পাথর রপ্তানি করে থাকে বলে জানিয়েছেন ইরানের স্টোন অ্যাসোসিয়েশনের প্রধান মালেক রহমাতি।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ইরানে ভবন নির্মাণের আড়াই বিলিয়ন টন পাথর মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ৩০ মিলিয়ন টন পর্যন্ত ভবনের পাথর উৎপাদনের ক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে মাত্র সাড়ে ১৩ মিলিয়ন টন পাথর উৎপাদন করে থাকি। যা ইরানের সক্ষমতার মাত্র এক তৃতীয়াংশ।

রহমাতি বলেন, ইরান ইরাকে ২ লাখ ৬৯ হাজার টন পাথর রপ্তানি করেছে এবং সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে ১ লাখ ১০ হাজার টন। এই পরিমাণ ইরানের মোট রপ্তানির ৬৫ শতাংশ।

তিনি আরও জানান, ইরান বিশ্বের ৪৪টির অধিক দেশে পাথরের ব্লক রপ্তানি করে। এই পণ্যের চীন আমাদের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র। দেশটি একাকিই ৮ লাখ ১২ হাজার টন স্টোন ব্লক আমদানি করে। অন্যদিকে ফ্রান্স সবচেয়ে কম পাথর আমদানি করে। মোট পাথরের ব্লক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ টনে।

Bootstrap Image Preview