নরসিংদীর মনোহরদীতে তরিকুল ইসলাম নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার শুকুন্দী ইউনিয়নের ঝালখালি গ্রামের মুনজুল মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানায়, শিশু তরিকুল বিকাল চারটার দিকে বাড়ির আঙ্গিনায় একা-একা খেলা করছিল।
এসময় পারিবারের লোকজন অন্যান্য পারিবারিক কাজে ব্যাস্ত ছিল। কিছুক্ষণ পর শিশুটির বাবা-মা তাকে বাড়ির আঙ্গিনায় দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে।
অনেক খোঁজাখুজির পর তরিকুলে চাচা রবিউল ইসলাম তাকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে।
এ সময় পরিবারের স্বজনরা তরিকুলকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।