Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাদে আর্জেন্টিনার পতাকা উড়ানোয় ১০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৮:৪৩ PM

bdmorning Image Preview


যশোরে জাতীয় পতাকা অবমাননা করায় যশোর শহরে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশের পতাকার ওপর আর্জেন্টিনার পতাকা ওড়ানোয় তাকে এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের আরএন রোড এলাকায় এল রহমান বিল্ডিংয়ে অভিযান চালায়।

আদালত দেখতে পান, ভবনের ছাদে বাংলাদেশের একটি ছোট্ট পতাকার ওপরে আর্জেন্টিনার অপেক্ষাকৃত বড় আকারের পতাকা উড়ছে।

ওইসময় আদালত বিল্ডিংয়ের মালিক শফিকুল ইসলামকে ১৯৭২ সালের জাতীয় পতাকা অবমাননা আদেশ আইনের ৪ (ক) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন এবং এই অর্থ আদায় করেন।

Bootstrap Image Preview