Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভয়াবহ জঙ্গি হামলা, বাংলাদেশি বলায় প্রাণে বাঁচলেন ভারতীয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে জঙ্গি হামলার পর জঙ্গিদের কাছে বাংলাদেশি বলে পরিচয় দিয়ে প্রাণে বেঁচেছেন বলে সাক্ষ্য দিয়েছেন ভারতীয় নাগরিক ডা. সত্য প্রকাশ। আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে তিনিসহ দুজন এ মামলায় সাক্ষ্য দেন। অপর সাক্ষী রিকশাচালক মো. আসলাম হোসেন।

ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৯ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

ডা. সত্য প্রকাশ হলি আর্টিজানে জঙ্গি হামলার সেই রাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ২০০২ সাল থেকে বাংলাদেশে বসবাস করে আসছি। ২০১৬ সালের ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গিয়ে একটি টেবিলে বসি। এরপর সন্ত্রাসীরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। তারা গোলাগুলি শুরু করে। আমার পাশে বসে থাকা একজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ত্রাসীরা আমার টেবিলের পাশে এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি বাংলাদেশি কি না। আমি তাদের বলি, আমি বাংলাদেশি। তখন সন্ত্রাসীরা আমাকে বলে, আপনি ভয় পাবেন না। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি টেবিলের নিচে মাথা নিচু করে বসে পড়ুন। সারা রাত আমি টেবিলের নিচে মাথা নিচু করে বসে থাকি। সারা রাত গোলাগুলি চলে। অনেক রক্তাক্ত লাশ দেখতে পাই।

এই সাক্ষীর জবানবন্দির পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ তাকে জেরা করেন। এ নিয়ে এই মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য নেওয়া শেষ হলো।

সাক্ষ্যগ্রহণকালে আসামি মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জঙ্গিদের গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন।

Bootstrap Image Preview