Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাঁচগাথিয়া গ্রামের মান্নানকে হত্যার দায়ে তার চাচা আলীমুদ্দিন ও চাচি নূরজাহানকে যাবজ্জীবন এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৮ আগস্ট দুপুরে মান্নান ও তার ছোট ভাই হাইদুল কুড়াল নিয়ে বাড়ির সীমানা সংলগ্ন একটি চাউ গাছ কাটতে গেলে তাদের চাচা আলীমুদ্দিন ও চাচি নূরজাহান উভয়কে বাধা দেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আলীমুদ্দিন একটি বল্লম দিয়ে মান্নানের পেটে বিদ্ধ করলে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায় এবং নূরজাহান দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা বাদী হয়ে আলীমুদ্দিন ও নূরজাহানের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে উভয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

Bootstrap Image Preview