Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় পুলিশের হাতে দিনে গ্রেপ্তার হওয়া লিয়ন নামের এক ব্যক্তি রাতে একই বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। যিনি শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় গতকাল দিনে লিয়নকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবদে দেওয়া তথ্যমতে উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল রাতে তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে তারা সিনাবহ এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা লিয়নের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় পালানোর চেষ্টা করলে লিয়ন গুলিবিদ্ধ হয়। আহত হয় পুলিশের পাঁচ সদস্যেও।

লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

Bootstrap Image Preview