Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের গোপালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পাঁচশ গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

মৃতরা হলো- ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে ছোহাইল (০৮) ও মেয়ে সুখী (১০)। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  জানান, দুপুরে ভাই-বোন কাউকে কিছু না বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘসময় তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মাছ ধরার জাল দিয়ে ওই পুকুরে তল্লাশি করে ছোহাইল ও সুখীর মরদেহ উদ্ধার করে।

Bootstrap Image Preview