Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টঙ্গীতে স্টিল কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পরিবেশ দূষণের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর নিশাতনগর এলাকায় একটি স্টিল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেব ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ জুলাই) বিকেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

আদালত সূত্রে জানা যায়, টঙ্গীর নিশাতনগর এলাকায় অবস্থিত এসএস স্টিল (প্রা) লিমিটেড নামক একটি স্টিল কারখানা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের মাধ্যমে প্ররিবেশ ও জনস্বাস্থের ক্ষতি সাধন করে আসছিলো। এ পরিপ্রেক্ষিতে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ দূষণের দায়ে ওই কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেন। তবে, জরিমানার টাকা পরিশোধ করেছেন কারখানা কর্তৃপক্ষ।

অভিযানে গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview