Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিন্দু থেকে মুসলিম তপন নাথ, কাজী সেজে পড়িয়েছেন ৩ শতাধিক বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক ভুয়া কাজী ও তার সহকারী ধরা পড়েছেন। তিনি সরকারি রেজিস্টার্ড কাজী না হয়েও গত এক যুগ ধরে দুই শতাধিক তরুণ-তরুণীর বিয়ে পড়িয়েছেন।

ওই কাজী মো. হাসান ওরফে তপন কান্তি নাথ (৪২) এক সময়ে হিন্দু ধর্মালম্বী ছিলেন। তিনি হাটহাজারী পৌরসভার মীরেরখীল নাথা পাড়ার হরিপদ নাথের ছেলে। তার সহকারীর নাম মো. এহসান। তিনি রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, হাসান ১৫ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম শরিয়া অনুযায়ী বিয়ে পড়ানোর কাজী সাজেন। তার বিয়ে পড়ানোর কোনো সরকারি অনুমোদন নেই। সরকার এসব বিয়ে থেকে কোনো রাজস্ব পায়নি। কাবিননামা বইয়ের মতো একটা বইয়ে কেবল বর কনের স্বাক্ষর নিয়ে বিয়ে রেজিস্ট্রি করে লোকজনের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি।

গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন গত রোববার রাতে ছদ্মবেশে সিএনজি নিয়ে হাটহাজারী মেডিকেল গেট এলাকার ইদ্রিস ভবনে বিয়ে পড়ানোর সময় হাতেনাতে তাদের আটক করেন। এ সময় সেখান থেকে জাল কাবিননামার বই উদ্ধার করা হয়।

আটকের পর হাসান জানান, তিনি এ পর্যন্ত কাজীর পরিচয়ে দুই থেকে তিনশ ভুয়া বিয়ে নিবন্ধন করেছেন। তার দাবি, তিনি এগুলো রেজিস্ট্রিও করিয়ে কাবিননামা দিয়েছেন। তবে তার কাছ থেকে উদ্ধার করা কাবিননামা বইয়ে বর-কনেদের স্বাক্ষর ছাড়া কোনো তথ্যই পাওয়া যায়নি।

ইউএনও রুহুল আমিন বলেন, ‘এর আগে ২০১৫ সালে তাকে ধরার চেষ্টা করা হয়েছিল বলে জানতে পেরেছি। তখন হাসানকে ধরা না গেলেও তার সহকারী আটক হয়েছিল। এবার ছদ্মবেশে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview