Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি হাফতার বাহিনী তুরস্কের দুজন নাগরিককে আটক করেছে।

ত্রিপোলির মিটিগা সামরিক ঘাঁটি থেকে জেনারেল হাফতারের অনুগত সেনারা ড্রোনটি ভূপাতিত করে। গতকাল (রোববার) ফেইসবুক পেইজে ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে হাফতার বাহিনী।

গতকাল ত্রিপোলি বিমানবন্দরে বেসামরিক বিমান ছাড়া কোনো বিমান ওঠানামা করতে পারে নি। ড্রোন ভূপাতিত করার ঘটনাকে বিমান হামলা বলে প্রচার করা হয়।

এদিকে, পূর্ব লিবিয়া থেকে তুরস্কের যে দুই নাগরিককে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে লিবিয়ার গেরিলাদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে হাফতার বাহিনী লিবিয়ায় তুরস্কের ছয় নাগরিককে আটক করল। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শিগগিরি এসব নাগরিককে মুক্তি না দিলে তার জন্য মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

তুরস্ক বলেছে, দ্রুত মুক্তি না দিলে হাফতারের লোকজন তুরস্কের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তবে তুরস্কের এসব নাগরিক কোথায় আটক রয়েছে কিংবা কবে আটক করা হয়েছে সে সম্পর্কে তুর্কি মন্ত্রণালয় পরিষ্কার করে কিছু বলে নি।

Bootstrap Image Preview