আসাম রাজ্যের ধুবরি জেলায় বাংলাদেশ ও ভারতের ডিসি-ডিএম সম্মেলন শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সীমান্ত অপরাধ, সীমান্ত পিলার নির্মাণ ও সংস্কার, সীমান্ত হাট, সোনাহাট স্থল বন্দরের ইমিগ্রেশন চালু, দুই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া বিনিময় এবং জেলে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। এছাড়া রয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মুহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জামাল হোসাইন, ভূরুঙ্গামারী ইউএনও মাগফিরুল হাসান আব্বাসী, রাজিবপুর ইউএনও মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদ হোসেন, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ভূইঁয়া, ল্যান্ড রেকর্ডস সার্ভিস বিভাগের কানুনগো আব্দুল হক, সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল।
অপরদিকে ভারতীয় টিমে নেতৃত্ব দেন ধুবরি জেলা প্রশাসক আনন্ত লাল জ্ঞানী। এছাড়া রয়েছেন পানবাড়ি মানকার চর জেলা প্রশাসক মোছা. আতিকা সুলতানা, বিএসএফ অধিনায়ক ললিত কুমার, ধুবরি পুলিশ সুপার ডিডি হাজারিকা, মানকারচন এসপি কাংকন জ্যোতি।