Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়তে পারেন ভারতীয় দলের দুই তারকা খেলোয়াড়! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


গতকাল ইংল্যান্ডের বিপক্ষে কেদার যাদবের ব্যাটিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।যাদবের  এমন ব্যাটিং ভারতীয় একাদশে তাঁর জায়গা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাই আগামীকাল টাইগারদের বিপক্ষে বাদ পড়তে পারেন তিনি। সেই সঙ্গে বসিয়ে রাখা হতে পারে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও।

টাইগার ব্যাটসম্যানদের বিপক্ষে দুজন রিস্ট স্পিনার খেলানোটাকে একটু ঝুঁকিপূর্ণই মনে করছে ভারত। সে কারণে বাংলাদেশের বিপক্ষে চাহালকে বিশ্রামে রাখা হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন চাহাল। যেকোনো ভারতীয় বোলারের জন্য বিশ্বকাপে এটি সবচেয়ে খরুচে বোলিং।

এখন প্রশ্ন হচ্ছে কেদার-চাহালকে বিশ্রাম দিলে দলে ঢুকবেন কারা? কেদারের বদলে রবীন্দ্র জাদেজার কথা বলছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। আর চোটে পড়ে বিশ্বকাপের শুরুতে ছিটকে পড়া ভুবনেশ্বর কুমার আসতে পারেন চাহালের জায়গায়।

আগামিকাল মঙ্গলবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে বিরাটদের হারাতে পারলে সেমিফাইনালের আশা বেঁচে থাকবে টাইগারদের। সেই জয়ের লক্ষে চূড়ান্ত শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিট। 
 

Bootstrap Image Preview