Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও ভারতের ম্যাচের টিকিট কত বেশি দামে বিক্রি হচ্ছে জানেন? 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। ঐ ম্যাচ উপভোগ ও বাংলাদেশকে উৎসাহ দিতে স্টেডিয়ামে যেতে চার ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশের অগণিত সমর্থকরা। তাই টিকিটের জন্য হাহাকার। যারা এক-দুই মাস আগে অনলাইনে টিকিট কিনে রেখেছেন, তারা এখন ফায়দা লুটছেন। তিনগুন-চারগুন বেশি দামে টিকিট বিক্রি করছেন যাদের হাতে রয়েছে বাংলাদেশ-ভারতের টিকিট।

কেনিংটন ওভাল থেকে সাউদাম্পটন, সাতটি ভেন্যুতে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্রিস্টলে বৃষ্টির কারনে শ্রীলংকার বিপক্ষে খেলতে পারেনি টাইগাররা। আর যেসব ভেন্যুতে খেলা হয়েছে সেখানকার স্টেডিয়ামের গ্যালারির ৭০ শতাংশই দখলে রেখেছিলেন বাংলাদেশের সমর্থকরা। গেল সাত ম্যাচে আশানুরুপ পারফরমেন্সই করেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার আশা বেঁচে  রয়েছে তাদের। এজন্য লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে।

বাংলাদেশের শেষ দুই ম্যাচ উপভোগ করতে মাঠে যেতে উদগ্রীব ইংল্যান্ডে বসবাসরত বাঙ্গালি প্রবাসিরা। তাই ভারতের বিপক্ষে ম্যাচের জন্য অনেক বেশি দাম দিয়ে টিকিট কিনছেন তারা। ভারতের ম্যাচ দেখে ইংল্যান্ডে বসবাসরত ভারতীয়রা আগেভাগেই সব টিকিট অন-লাইন বা কাউন্টার থেকে কিনে রেখেছেন। তাই বাধ্য হয়ে ভারতীয়দের কাছ থেকে চারগুন-পাঁচগুন বেশি দামে টিকিট কিনছেন বাঙ্গালি প্রবাসিরা।

ইস্ট লন্ডনে খাবারের দোকানের ব্যবসা করা কামরান সোবাহান বলেন, ‘অনেক কষ্ট করে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট পেলাম। আগে অনলাইন থেকে কিনতে পারিনি। অনলাইনে টিকিট ছাড়ার কিছুক্ষনের মধ্যেই শেষ হয়ে যায়। তবে এবার ৬০ পাউন্ডের টিকিট ১৮০ পাউন্ড দিয়ে কিনতে হলো। আমি তিনটি টিকিট কিনেছি।’

ভারতীয়রা বেশি দামে টিকিট বিক্রি করছেন বলে জানান সোবাহান। তিনি বলেন, ‘ভারতীয়রা অন-লাইন বা কাউন্টার থেকে বেশিরভাগ টিকিট সংগ্রহ করেছেন। এখন তারাই বেশি দামে টিকিট বিক্রি করছেন। তাও করতে চাইছেন না। অনেক বুঝানোর পর বা ভালো সর্ম্পকের কারনে টিকিট বিক্রি করছেন তারা।’

ট্যাক্সি চালক ফেরদৌস হাসান টিকিট কিনেছেন, তারই গাড়ীর যাত্রীর কাছ থেকে। যাত্রী ছিলেন এক ভারতীয়। যিনি থাকেন বার্মিংহামে। লন্ডনে এসেছিলেন ব্যক্তিগত কাজে। ট্যাক্সিতে ঐ ভারতীয় যাত্রীকে ট্রিপ দিতে গিয়ে কথা প্রসংগে টিকিট ক্রয় করেছেন হাসান। তিনি জানান, ‘ঐ ভারতীয়র কাছে ১০টি টিকিট ছিলো। উনি কিনেছেন ৭৫ পাউন্ড করে। আমি তার কাছ থেকে চারটি টিকিট কিনেছি। ১৭০ পাউন্ড করে দু’টি টিকিট, আর অন্য দু’টি ২০০ পাউন্ড করে।’

বার্মিংহাম ম্যাচের ব্রোঞ্জ সেকশনের প্রবেশ মূল্য ৬০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকা)। সিলভার সেকশনের টিকিটের মুল্য ৭৫ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা), গোল্ড সেকশনের অফিসিয়াল রেট ১৫০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা) এবং প্লাটিনাম সেকশনের মূল্য ২০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা)। 

Bootstrap Image Preview