Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত এনামুল উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের পশ্চিমপাড়ার ইন্টু প্রামানিকের ছেলে। 

রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভ ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

শুভ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান বলেন, ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় থাই দিয়ে রুমের পার্টিশন তৈরী করা হচ্ছে। থাই মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছিল এনামুল হক।

দুপুর ১টায় থাই কাটার জন্য বোর্ড থেকে বিদ্যুৎসংযোগ নিতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টায় তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Bootstrap Image Preview