Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে হুয়াওয়ের ওপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একান্ত বৈঠকের পর হুয়াওয়ের ওপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা কাটিয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের সব কোম্পানির সাথে হুয়াওয়ে ব্যবসা চালিয়ে যেতে পারবে। 

শনিবার (২৯ জুন) জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষক সম্মেলনে এমনটাই ঘোষণা দেন ট্রাম্প।

ব্লুমবার্গ ও সিএনএন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একান্ত বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, তার সাথে চীনের প্রেসিডেন্টের সম্পর্ক চমৎকার। এখন থেকে যুক্তরাষ্ট্রের সব কোম্পানি যেমন হুয়াওয়ের সাথে ব্যবসা করতে পারবে তেমনি হুয়াওয়ে যুক্তরাষ্ট্র থেকে সব পণ্য কিনতে পারবে।

উল্লেখ্য, গুগল ও ইউটিউবের মতো মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে আর ব্যবসা করতে পারবে না- এই মর্মে গত মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে আবার নিষেধাজ্ঞা তিন মাসের জন্য স্থগিত করে। তবে তারপরও কিছু মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

 

Bootstrap Image Preview