Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের জার্সি পরিবর্তন করলো বিরাট কোহলিরা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ২৯ জুন ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপে এখনো অপরাজিত বিরাট কোহলির ভারত। সেমিফাইনালের দোড়গোড়ায় টিম ইন্ডিয়া। এখনো বাকি তিন ম্যাচ এর মধ্যে একটি ম্যাচ জিততে পারলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। সেই জয়ের লক্ষে রবিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবেন বিরাট-ধোনিরা৷ 

শুক্রবারই বিসিসিআই-এর অফিসিয়াল স্পনসর নাইকি বিরাটদের অ্যাওয়ে জার্সি উন্মোচন করে৷ এই ম্যাচে টিম ইন্ডিয়া চিরাচরিত ‘মেন ইন ব্লু’ পরিবর্তে হয়ে উঠবে ‘মেন ইন ওরেঞ্জ’৷ অনেক দলের কাছাকাছি রঙ হওয়ার এবার আইসিসি বিশ্বকাপে হোম ও অ্যাওয়ে জার্সির ব্যবস্থা করেছে৷ বিরাটরা প্রথম ৬টি ম্যাচ চিরাচরিত ব্লু জার্সি (হোম) পরে মাঠে নামলেও রবিবার এজবাস্টনে প্রথমবার অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবেন৷

এজবাস্টনে বিরাটদের জার্সি বদল হলেও মর্গ্যানদের জার্সির রঙ একই থাকবে৷ তবে জার্সির রঙ নয়, ভাগ্যের রঙ বদলাতে চান ইংরেজ ক্রিকেটাররা৷ কারণ ভারতের কাছে হারলেই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে ফেভারিট তকমা লাগা ইংল্যান্ডের৷ কারণ শেষ দু’টি ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হারায় সরু তারে ঝুলছে মর্গ্যান-রুটদের ভাগ্য৷ 

Bootstrap Image Preview