Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেত্রকোনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৪ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৪ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বড় একটি চক্রের সদস্য ছোটন ও শিক্ষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে।

শুক্রবার পরীক্ষা চলাকালে ছয়ানি গ্রামের ঘিউর থানার ওসির স্ত্রীর ভাই শিল্পপতি মনিরুজ্জামান শামীমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘিউর থানার ওসি এমদাদুল হক পুতুলের ভাই আব্দুল হান্নান ছোটনসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী পুতুলের স্ত্রীর ভাই শামীমের বাসায় আস্তানা নেয়। সকাল থেকে উন্নত প্রযুক্তির মোবাইল ডিভাইসের মাধ্যমে তারা প্রশ্ন উত্তর বলে দেয়ার কাজ করে। এমন সময় গোপন খবরের ভিত্তিতে সকাল ১১টায় পুলিশ ঐ বাড়িতে হানা দেয়। এসময় তাদেরকে আটক করে বিভিন্ন সেটের প্রশ্ন, ল্যাপটপ, প্রিন্টার ও মোবাইল ফোন জব্দ করে। চক্রে ১২ জন নারী সদস্য রয়েছে।

এদিকে গোয়েন্দা ও স্থানীয়রা জানান, চক্রের মূল হোতা ওসি পুতুলের ভাই আব্দুল হান্নান ছোটন মাস্টার এলাকায় বিগত ১০ বছর ধরে অপরাধ চক্রের সাথে জড়িত। গত বছর প্রায় কোটি টাকার সম্পত্তি ক্রয় করে তার স্ত্রীর নামে। দীর্ঘদিন ধরে এমন সকল কাজকর্ম করে গেলেও তাকে কেউ ধরতে পারছে না। কিছুদিন পূর্বে একটি নারী সংক্রান্ত্র ঘটনা পাঁচ লাখ টাকা দিয়ে ধামাচাপা দেয় ছোটন।

সহকারী পুলিশ সুপার কেন্দুয়া (সার্কেল) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পারি শামীমের বাসায় এমন একটি বড় চক্র বিভিন্ন প্রশ্নপত্র জোগার করে ফাঁস করার চেষ্টা করছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করি। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, ২য় ধাপে নেত্রকোনার কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা ও আটপাড়া, এ চারটি উপজেলার ২২ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী ছিলেন। 

Bootstrap Image Preview