Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলের জার্সিতে পেঁচিয়ে এসপিকে ঘুষ দেয়ায় আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চাকরির জন্য ব্রাজিলের জার্সিতে পেঁচিয়ে পুলিশ সুপারকে ৭ লাখ টাকা ঘুষ দেয়ায় নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামসহ (পুলিশ সুপার পদন্নতি প্রাপ্ত) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের নুরুল ইসলাম ব্রাজিলের ফুটবল খেলার জার্সি উপহার দিতে আমার অফিসে আসে। রাতে বাসায় গিয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দিই।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেয়ার অভিযোগে আটক করা হয়।

প্যাকেটের মধ্যে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোট রয়েছে দুই লাখ। এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও জানান, নড়াইলে পুলিশের সিপাহী পদে ঢুকতে কোনো টাকা বা ঘুষ লাগবে না। দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে আমরা জেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছি যাতে জনগণ সচেতন হয়।

Bootstrap Image Preview