টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেয় সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার।
এসময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কে.এম. খালিদ বিন্ ছায়িদ (সুজন); সাংগঠনিক সম্পাদক এম সাচ্ছু আহমেদ; উপ-প্রচার সম্পাদক ফুয়াদ হাসান; উপ-দপ্তর সম্পাদক মো. রামিম লিমন মোল্লা; রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল' কলেজের সভাপতি মো. আবু তাহের (রিমন) ও সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম); সিটি ইউনিভার্সিটির সভাপতি দেলোয়ার মাহমুদ আবির ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান খোকন সহ বিভিন্ন ল' কলেজ ও ইউনিভার্সিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান আসাদ, সহ-সভাপতি মো. সুজন, সৈয়দ সজীব, নাজমুল হাসান মারুফ, আসিক তালুকদার, ওয়াহদুজ্জামান মিঠু, আমিনুল ইসলাম।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, আব্দুর রহমান, মঞ্জুরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক এস.এম. তানভীরুল ইসলাম (সিয়াম), মো. মোমেন, মো. ইয়াকুব আলী। প্রচার সম্পাদক আনোয়ার হোসেন। দপ্তর সম্পাদক মো. ইমরান। আইন বিষয়ক সম্পাদক রিফা আক্তার। অর্থ বিষয়ক সম্পাদক মির্জা বিল্লাল। ছাত্রী বিষয়ক সম্পাদিকা পারুল আক্তার।
কার্যকরী সদস্য বাবু কিশোর কুমার সরকার, মো. মিলন, মো. মুকুল, প্রদীপ সরকার, তমাল, দ্বীপ, দেলোয়ার, শাহীন, জামাল, আফজাল মনোনীত হয়েছেন।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জানান, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদারের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রুপকার মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন গত কমিটিতে সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন, এবার দ্বিতীয়বারের মত পুনরায় নির্বাচিত হয়েছেন।