গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সহযোগীতায় সকাল থেকে দিনব্যাপী উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। প্রশিক্ষণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদুর রহমান মাসুদ, শর্মিলা রোজারিও, থানার ওসি মো. আবু বকর মিয়া, ইউএইচও মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।
কর্মলাশায় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবি, এনজিও প্রতিনিধিসহ প্রায় শতাধীক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।