বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার ও এটিএন নিউজে সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে তলব করে দুদকের দেয়া চিঠি প্রত্যাহারের জন্য দুদকে ৪৮ ঘন্টা সময় বেধে দিয়েছে সাংবাদিকরা। সকালে দুদকের সামনে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এসময় সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকে ভয় দেখিয়ে লাভ নেই। অতীত থেকে শিক্ষা নেয়া উচিত, চিঠি প্রত্যাহার করা না হলে হিতে বিপরীত হবে। চিঠি প্রত্যাহার না হলে সাংবাদিকরা মাঠ ছাড়বে না। আন্দোলন চলছে, চলবে। চিঠি প্রত্যাহার না করা হলে সাংবাদিকরা লাগাতার অবস্থান কর্মসূচি করবে বলেও হুশিয়ারি দিয়েছে নেতার। আগামী রবিবার একই দাবিকে দুদকের সামনে সাধারণ সাংবাদিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা জানান, সাংবাদিকদের তলব করে দেয়া চিঠি ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে। তদন্তকারী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে শোকচের জবাব দিতেও বলা হয়েছে।