Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রানা (২০) নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান এ কথা জানান।

নিহত রানার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

মাশকুর রহমান বলেন, ‘আসামি রানা আচার খেতে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছিল। সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকায় রানা অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টহল টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবসদস্যদের উপস্থিতি টের পেয়ে রানার লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে রানার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ১টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview