Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় বিচারপতির বাড়িতে ডাকাতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


বিচারপতি খায়রুল আলমের মাগুরার বেলনগরের বাড়িতে অস্ত্রের মুখে  ডাকাতির ঘটনা গঠেছে। ডাকাতরা কমপক্ষে ২২ ভরি স্বর্ণালঙ্কার এবং আনুমানিক ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে ।  

জানান ওই পরিবারের সদস্যরা। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এ কথা জানান।

বিচারপতির ছোট ভাই আশরাফুল আলম শিমুল জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। পরে তারা পরিবারের সদস্যদের রাম দাসহ ধারালো অস্ত্রের মুখে বেঁধে রেখে তার চাচা খায়রুল আলমের ঘর থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ২০ হাজার টাকা লুট করে। পরে তারা আশরাফুল আলমের ঘরে ঢুকে তাকে বেঁধে রেখে ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ হাজার টাকা নিয়ে যায়। এসময় ডাকাতদের মুখ বাঁধা ছিল।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ভোরেই পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করেছি। মামলা দায়েরের পর আসামিদের খুঁজে বের করার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview