Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগ সভাপতির বুকে ছুরি ঢুকিয়ে মারলেন ফল ব্যবসায়ী

তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজশাহীর তানোরে ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন আলী (২৮) নিহত হয়েছেন। নিহত সুজন আলী তানোর পৌরসভার রায়চাঁনআক্কা মহল্লার সাজ্জাদ আলীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। গোল্লাপাড়া বাজারে ফলের দোকান রয়েছে তার।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনতে হেফাজতে নিয়েছে তানোর থানার পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানাতে রাজি হননি তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেননি তারা। এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের আরেক ফল ব্যবসায়ীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় সুজন আলীর। এক পর্যায়ে ওই ব্যবসায়ী সুজনকে ছুরিকাঘাত করেন। মুমূর্ষু সুজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমত আরা জানান, বুকে গভীর ক্ষত নিয়ে ওই যুবককে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন তিনি।

Bootstrap Image Preview