রাজধানীতে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাভর্তি দুটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে গাঁজা ছাড়াও চারটি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণখান এলাকা থেকে এসবসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাছির মিয়া (৩০), ওলিদ হোসেন (২৮) ও জীবন (১৯)। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে তারা ঢাকায় আসছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারগুলো অনেক স্বল্প মূল্যের। মাদক পরিবহনের কাজ অনেক ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের সম্ভাবনায় কমদামী এসব গাড়ি ব্যবহার করা হতো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।