নরসিংদীর রায়পুর উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে রাজিব মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামের দানা মিয়ার ছেলে রাজিব মিয়া তুলাতলি মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মত বাড়ি থেকে বাইসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে রেল ক্রসিং পারাপার হওয়ার সময় ঢাকা থেকে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস এর নিচে পড়ে যায়।
এ সময় সাইকেল সহ ট্রেনের চাকায় আটকে যায় রাজিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মহিষমারা রেল ক্রসিংয়ের পূর্ব পাশে ট্রেন থামিয়ে লাশ মাটিতে নামানো হয়।
এ বিষয়ে তার চাচা মোঃ বাছেদ মিয়া বলেন, সে প্রতিনিয়ত বাইসাইকেল দিয়ে স্কুলে যেত। আজ হঠাৎ সকাল বেলা নাস্তা না খেয়ে সে দ্রুততার সাথে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বেরিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর পাশের বাড়ীর এক শিশু বাচ্চা আমাদের খবর দেয় আপনার ভাতিজা রেলের নিচে পড়ে মারা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা জাহিদ মিয়া বলেন, ঢাকা থেকে আসা গাড়িটি একাধিক হর্ন দিলেও না শুনে দ্রুততার সাথে রাস্তা পার হতে যায়। তার সাইকেলটি দুই এঙ্গেলের মাঝখানে ফেঁসে যায়। বালকটি সাইকেল তুলে নিতে গেলে মূহুর্তের মধ্যে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।