Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড’ পাচ্ছে ১০ কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


প্রথমবারের মতো এবার ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার প্রদান অনুষ্ঠানের। আগামী ২৭ জুন চট্টগ্রামের কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান হবে। এবার পুরস্কার পাচ্ছেন ১০ পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন,  এবার সারাদেশের ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের দুই পুলিশ সদস্যও আছেন। এদের একজন হলেন, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) শম্পা রাণী সাহা। অন্যজন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। নারীবান্ধব পুলিশিংয়ের জন্য প্রথমবারের মতো কোনও পুরুষ কর্মকর্তা হিসেবে মহসিন এই পুরস্কার পাচ্ছেন।

Bootstrap Image Preview