গোলাপগঞ্জে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সদস্য আব্দুল ওয়াদুদ ওদুদ আহমদ, দেলওয়ার হোসেন চুনু, জিল্লুর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মুখলিছুর রহমান, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন।পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, তাহের উদ্দিন তাজ্জুব, ফয়জুল ইসলাম ফয়ছল, মাছুম আহমদ প্রমুখ।