গোলাপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ জুন)বিকেলে উপজেলার সরকারী এমসি একাডেমী মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জহির উদ্দিন সেলিম প্রমুখ।
বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় ফুলবাড়ি -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে মাধ্যমে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রনকেলি নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুইদিন ব্যাপি এ খেলায় গোলাপগঞ্জ পৌর এলাকার মোট ১০টি স্কুল অংশগ্রহণ করে।