Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, সেপ্টেম্বার ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়ি ফেরা হলো না মনোয়ারার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ১১:০৯ AM
আপডেট: ২৪ জুন ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


স্বামীসহ গত শুক্রবার কুলাউড়া থেকে সিলেট শহরে মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন মনোয়ারা পারভীন লায়লন (৫৫)। কিন্তু সেই যাওয়াই হলো তার শেষ যাওয়া। আর শ্বশুরবাড়ি ফিরতে পারলেন না তিনি।

রবিবার (২৩ জুন) রাতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও (শেখেরটিলা) গ্রামের মরহুম চেরাগ মিয়ার মেয়ে মনোয়ারা পারভীন লায়লন। তিনি কুলাউড়া পৌরসভা এলাকার গফুর মঞ্জিলের আব্দুল বারির স্ত্রী।

নিহতের বড় ভাই ঢাকার ব্যবসায়ী আতাউর রহমান আলতা জানান, রোববার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনে কুলাউড়ায় শ্বশুরবাড়ি যাচ্ছিল মনোয়ারা। সঙ্গে তার স্বামী-সন্তানরাও ছিল। রোববার রাতে কুলাউড়ার বরমচাল কালামিয়া বাজার (নন্দনগর) সংলগ্ন স্থানে সেতু ভেঙে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি নিচে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যায় তার বোন।

এ ঘটনায় মনোয়ারার স্বামী ও সন্তানরা আহত হয়েছেন বলেও জানান ব্যবসায়ী আতাউর রহমান আলতা।

Bootstrap Image Preview