কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকসা চাপায় শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের তালুকবাড়ির মো. জুনাইদ মিয়ার ছেলে। সে রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৩ জুন) সন্ধ্যায় ভৈরব-মেন্দিপুর সড়কের মিয়াচান মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্কুল ছুটির পর প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে ফেরার পথে হঠাৎ বিপরীধ দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো রিকসা শিশু শিক্ষার্থীকে জোড়ে আঘাত করলে মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, নিহত শিশু শিক্ষার্থীর পরিবার যদি আইনের সহায়তা চায় তাহলে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে।